-
サマリー
あらすじ・解説
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধের ২০তম অধ্যায়ের সারসংক্ষেপ:
এই অধ্যায়ে, বলি মহারাজের আত্মসমর্পণের কাহিনী বর্ণিত হয়েছে। বলি মহারাজ ছিলেন অসুরদের রাজা এবং তিনি স্বর্গলোক জয় করেছিলেন। ভগবান বিষ্ণু বামন অবতারে এসে বলি মহারাজের কাছ থেকে তিন পা জমি চাইলেন। বলি মহারাজ তাঁর প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে সমস্ত পৃথিবী এবং স্বর্গলোক ভগবানকে দান করেন। ভগবান বামন তাঁর তৃতীয় পা দিয়ে বলি মহারাজকে পাতাল লোক পাঠান। বলি মহারাজের এই আত্মসমর্পণ ভক্তির এক মহান উদাহরণ হিসেবে বিবেচিত হয়।