-
サマリー
あらすじ・解説
আমি দেবপ্রিয়সরকার বই পড়তে খুব ভালোবাসি। বই পড়ার পরে আমার বই সম্বন্ধে কিছু মন্তব্য মনের মধ্যে দানা বেঁধে আসে। আমি সেগুলো শেয়ার করার জন্য লোক আগে পেতাম না। কিন্তু আমার পরে মনে হলো যে আমি আমার মনের কথা তো ইউটিউব এর এত বড় অডিয়েন্সের সাথেদেবপ্রিয় ভাগ করে নিতেই পারি। তাই আমি এই চ্যানেলটি বানিয়েছি, যেখানে আমি আমার মনের কথাগুলো খুলে আলোচনা করতে পারি।যদিও বই পড়া ভালো কিন্তু মনে রাখবেন সব বই ভালো নয় আবার আপনার জন্য যথাপোযুক্ত নয়। বই পড়তে গেলেও বাছবিচারের প্রয়োজন আছে। তাই কিভাবে বুঝবেন কোন বইটা আপনার জন্য পড়া উচিত আর কোন বইটা পড়া উচিত নয়? তার জন্য আপনি চ্যানেল থেকে বইটির ব্যাপারে আগে থেকেই জেনে নিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন যে বইটি আপনি কিনবেন কি কিনবেন না। অসংখ্য ধন্যবাদ।