-
サマリー
あらすじ・解説
বাংলা নাটকের দীর্ঘ ইতিহাস, তার চর্চা, আন্দোলন যে পথ পরিক্রমায় চলেছে, তা গর্বের বিষয় হয়ে বাঙালি দর্শক মননে রেখাচিহ্ন এঁকে চলেছে। এই নাট্য তথা শিল্প-সংস্কৃতির প্রেক্ষাপট সৃষ্টি হয় সামাজিক প্রেক্ষিত থেকে। কেননা নাটক সমাজের কথা বলে, জীবনের কথা বলে, বলে মানুষের কথা। এই বাংলা নাটকের চর্চা আজ প্রবাসেও প্রসারিত হয়েছে, প্রবাসে নাট্যকর্মীরা মঞ্চায়ন করছেন শিল্পসম্মত পেশাদার নাটক। টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ডালাস বাংলা থিয়েটার বিগত ১২ বছর যাবত প্রযোজনা করে চলেছে একের পর এক সফল নাটক। প্রবাসের এই ব্যাস্ততম জীবনে এর কর্মীরা কি করে চালিয়ে যাচ্ছেন এই চর্চা? ডালাস বাংলা থিয়েটারের পেছনের ইতিকথা, তাদের অতি সাম্প্রতিক প্রযোজনা আগাথা ক্রিষ্টির মাউসট্র্যাপ নাটকের মঞ্চায়নের গল্প, এইসব নিয়ে টক শো বার্ডস ভিউর এবারের আয়োজন। এই আয়োজনে সংগে থাকছেন নাটকটির অনুবাদক অধ্যাপক আব্দুস সেলিম ও নাট্য গবেষক ডঃ বাবুল বিশ্বাস। এছাড়াও ডালাস বাংলা থিয়েটারের একঝাঁক উচ্ছ্বল কর্মীবৃন্দ।