• পর্ব ১৭ঃ একজন আজীবন মুক্তিযোদ্ধার গল্প

  • 2024/02/04
  • 再生時間: 1 時間 27 分
  • ポッドキャスト

পর্ব ১৭ঃ একজন আজীবন মুক্তিযোদ্ধার গল্প

  • サマリー

  • বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা। তাদের অসামান্য বীরত্ব আমাদের নতুন প্রজন্মের প্রেরণার উৎস । সে রকমই একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা ডঃ নূরুন নবী। তার অসামান্য সাহসের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবাল তৈরি করেছেন ডকু-ড্রামা “আজীবন মুক্তিযোদ্ধা”। আমরা বার্ডস ভিউ’র এই পর্বে বীর মুক্তিযোদ্ধা ডঃ নূরুন নবীর মুখ থেকে শুনবো মুক্তুযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ। সাথে থাকবেন তার সহযোদ্ধা ডঃ জীনাত নবী ও নাদিম ইকবাল। বার্ডস ভিউ’র আয়োজনে সবাইকে একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে সরাসরি বাঙালিরা বীরত্ব গাঁথা শোনার ও প্রশ্ন করার সুযোগে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

    続きを読む 一部表示

あらすじ・解説

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা। তাদের অসামান্য বীরত্ব আমাদের নতুন প্রজন্মের প্রেরণার উৎস । সে রকমই একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা ডঃ নূরুন নবী। তার অসামান্য সাহসের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবাল তৈরি করেছেন ডকু-ড্রামা “আজীবন মুক্তিযোদ্ধা”। আমরা বার্ডস ভিউ’র এই পর্বে বীর মুক্তিযোদ্ধা ডঃ নূরুন নবীর মুখ থেকে শুনবো মুক্তুযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ। সাথে থাকবেন তার সহযোদ্ধা ডঃ জীনাত নবী ও নাদিম ইকবাল। বার্ডস ভিউ’র আয়োজনে সবাইকে একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে সরাসরি বাঙালিরা বীরত্ব গাঁথা শোনার ও প্রশ্ন করার সুযোগে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

পর্ব ১৭ঃ একজন আজীবন মুক্তিযোদ্ধার গল্পに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。